ঝোড়ো হাওয়ায়
একনাগাড়ে দুলে যায়
ছেলের ঝুলন্ত ধাতব খেলনা
আটপৌরে কাপড় রাখা পুরোনো আলনা


টিং…টাং…টুং…
টুং…টাং…টিং…


কালো আকাশ ঝিলমিলিয়ে
যায় একরাশ আলো বিলিয়ে
দিয়ে পরকীয়া প্রেমের শান্ত ঝালরে
কত হেসেছিলাম সেবারের চাঁচরে!


ঝিরঝিরে অনুভূতির মলিন রিনিঝিনি
ঝলমল করতে থাকে স্তনবিভাজিকায়
নিরুত্তাপ হৃদয়ের মসৃণ বিকিকিনি।


অস্বস্তির আকর সরিয়ে
বিবর্ণ ধূমনালী পেরিয়ে
সোঁদা গন্ধে শরীর সেঁকেছি আরো একবার
কারোর ওপর নাই কারো কোনো অধিকার
এই নিঃশ্বাসের আওয়াজ-সর্বস্ব দুনিয়ায়
কেবল কামনা এক লয়ে বেজে যায়


টিং…টাং…টুং…
টুং…টাং…টিং…


তোমাকে দূর থেকে যতটা ভালো লেগেছিল
কাছ থেকে বুঝেছি, ভুল ধারণা ছিল।