ভুলে যেতে থাকি কিছু নাম,
ছাইদানি থেকে রাতেরা যেমন
ধোঁয়ার মত উবে যায়
কিছু চেনা গলি-চেনা মুখ
স্বপ্ন থেকে হাত ধুয়ে নিই।


অসুবিধা হয়না কোনো,
তবুও সবুজের অনুবাদ
গুনে চলি বালিয়াড়ি প্রান্তরে—
এভাবেই চাঁদ এগিয়ে যায়,
আলোয় বুক পেতে দেওয়া জোনাকি।


নিঃশ্বাসে দেওয়াল এসে থামলে
সেইসব নামেদের সাথে হেসে উঠি।


বৃষ্টি নামে কোথাও ...