এগিয়ে চলেছে দমবন্ধ যান। নিঃশ্বাস ছড়িয়ে যাচ্ছে আতঙ্ক।
গুহার মত একটাই অভিব্যক্তি। সেখান থেকে ঝুলে থাকা মৌনতা।
সবাই কি জেনে গেছে; কথা বললেই কথা হয়ে যেতে হয়?
অথচ আমার মনে হয়—এই বুঝি একটা বিস্ফোরণ হবে!
কেঁপে যাবে বুকের অতল। খসে পড়বে মাটির ঈশ্বরকণারা।
কিছু বায়বীয় লাভা উদ্গিরণে। হঠ্যাৎ-ই বদলে যাবে সব!
আশা একটা খোদিত নাটক। অঙ্ক আছে-যবনিকা নাই।
একটা কিচ্ছুও বদলায় না। কিংবা হয়তো বদলাবে।
তবে নরক ততদিন নরক নয়। যতদিন দর্শক রয়ে যাবে।