সমুদ্রতীরে বালির ওপরে ক্যারিবিয়ান
পানশালায় চোখদুটো আছড়ে পড়েছিল এক
কৃষ্ণাঙ্গ সুন্দরীর শরীর সৈকতে;
বারকয়েক হাওয়ার রাশি ডুবন্ত লাল চুলকে স্নান
করিয়ে ফিরছিল কড়া পেয়ালার কোণে।
জীবন ঝুলেছে পরতে পরতে যুগের পর যুগ
ধ্বসে পড়েছে রাজত্বের মত বুকের পর বুক,
বিরহের ইতিহাস ফিসফিসিয়ে যায় কানে;
শেষের কথা শুনে আসছি জ্ঞানের শুরু থেকে,
তবে মূর্খের মত তার ব্যথা ক’জন পালন করেছে?
জীবন ধীরে ধীরে জীবনের মৌতাতে চলেছে
বালির ওপর শক্ত মৃত্যু পিছনে নামিয়ে রেখে
লাগামহীন হৃদয় পালিয়ে যেতে চেয়েছিল
কোথায় যেন তোমার কালো হাতদুটো ধরে
সবার অগোচরে মিশে যেতে পারিনি কেন আবার
পানশালার সচেতনতাকে চুরমার করে!
আরো স্থিরতা…আরো একাগ্রতা…আরো আরো…