রক্তের দাগ মুছে গিয়ে
বাড়তে থাকে জুতোর চিহ্ন,
উদাসীন কুশপুতুলদের যাতায়াত
দিবা-নিশি-অপরাহ্ন।


কেউ থামতে চায়না কারোর
জন্য একবার, অন্তত একবার,
ব্যস্ততা আর যানবাহনের আওয়াজে
ঢাকা পড়ে শত শত হাহাকার!


ফুটপাতের পর ফুটপাত শেষ হয়
অথচ রাত শেষ হতে চায়না,
একের পর এক স্ট্রীটলাইট গুনতে পারি
কিন্তু… কিন্তু আঁধার গোনা যায়না।


কংক্রীটের জঙ্গলে মিশেছে মানুষ
সবুজের শ্লোগান মুখে নিয়ে,
ভন্ডামি আর তামাশার রাস্তা ধরে
লেখনী এগোতে চায়না ইনিয়ে-বিনিয়ে।


এগিয়ে চলারই নাম জীবন
ভুলে যাওয়ারই নাম জীবন,
তাইতো ওরা জীবিত-
আর আমি মৃত অকারণ।


বিপ্লব শেষ-যুদ্ধ শেষ-শেষ হয়েছে
জেহাদ আজ আমার কবিতায়,
প্রতিবাদের আগুনে ভাষা-
পুড়ে হয়েছে নীরবতার কালো ছাই।