মিনিস্কার্ট পরে হেঁটে আসা নজরে
তোমার নির্লোম ঊরুর
নরম মাংসেরা কাঁপে
চকচকে গ্লিসারিনের তালে তালে
আমার টেস্টোস্টেরন সেদ্ধ ঝোলে
তীব্র কামনারা ভাপে,
তুমি তখন ছটফটে আলোপোকা
আর আমি গম্ভীর টিকটিকি …


সরল চুড়িদারের ঝুঁকে পড়া দৃষ্টিতে
তোমার আধ ফোঁটা বিভাজিকা
স্থির থেকে অস্থির করে যায়
অ্যাড্রিনালিনের আঁধার নালিকা
আছে যত পিটুইটারির কবজায়,
মৌলিকতা চটকানো ইস্ট্রোজেনে
তুমি তখন অ্যাকোরিয়ামের মাছ
আর আমি স্বপ্নদেখা বিড়াল …


ফুরফুরে টপের দু’পাশ দিয়ে
তোমার ভরণীতে তোলা হাত
ফাঁকি দিয়ে উঁকি মারা
আলতো নাভির সিক্ত চারা
কেড়ে নেয় একাকী মৈথুনের রাত,
দেহচেতনার মহাকাল শুক্রাণুতে
তুমি তখন আপনভোলা হরিণ
আর আমি সুযোগ খোঁজা নেকড়ে …