গাঢ় থেকে গূঢ়পথে যাওয়া উষ্ণতা,
বিস্ফুরিত—আগুন প্রণালীতে
রেখে যাওয়া পতঙ্গের দাগ
আর রাতের পরতে এমনকিছু
যা শুধু ভালোবাসবে তোমায়,
ধ্বংস করবে না একবিন্দুও!


নিয়মে মাৎস্যন্যায়—প্রেমে লালসা আজ
ভুলিয়ে দিয়ে গেছে
ফল্গুধারার শুদ্ধ মিলনস্বাদ।


নিদ্রায় আচ্ছন্ন মানুষ—নীলাভ নিদ্রায়
ভিজে নক্ষত্রেরা বয়ে যায় যতদূর
কোনো বীজবোনা ধানের ক্ষেত পেরিয়ে
নীরব আত্মহনন করা যুবতী, আর
তার শরীরে নরম নেশার কারুকাজ,
অবশ করে যায় আমাদের ...


আর ভাঙতে পারিনা—গড়তে পারিনা আর,
শুধু এই বিশাল মুগ্ধতার প্রান্তরে
নগ্ন শুয়ে থাকি—শিশুর মত।