কি বিষণ্ণ এই দিনগুলো।
একটুও আগুন নাই যা আমায় উষ্ণ করতে পারে,
না একটা সূর্য আমার সাথে হাসার মত,
যদি সবকিছুই বিবস্ত্র,
যদি সবকিছুই শীতল আর নির্দয়,
এমনকি প্রেমও,
স্বচ্ছ নক্ষত্রেরা নীচে তাকায় নির্জনভাবে,
যতক্ষণ না শিখতে পারে হৃদয়
ভালোবাসারও মৃত্যু আছে।


মূল কবিতাঃ


Wie Sind die Tage


কবিঃ Hermann Hesse


Wie sind die Tage schwer!
An keinem Feuer kann ich erwarmen,
Keine Sonne lacht mir mehr,
Ist alles leer,
Ist alles kalt und ohne Erbarmen,
Und auch die lieben klaren
Sterne schauen mich trostlos an,
Seit ich im Herzen erfahren,
Daß Liebe sterben kann.