এ কেমন নদী
শরীফ আহমাদ


এ নদী কেমন নদী জল নাই অনু পরিমান
জল নাই যদিওবা তবুও যে এতো ঢেউ দোলে
সহস্র ঢেউ দোলে হৃদয়ের সাগরের কোলে
ঢেউ ওঠে এই বুকে পাহাড় সমান।
কেমন যে এই নদী স্রোত চলে দারুণ বেগে
নদী যে শুকায়ে যায় কখনোবা চর ওঠে জেগে।
দিন রাত এই নদী বয়েই চলে
একটা মানুষ শুধু জেগে থাকে ঢেউএর কল্লোলে।
তুমি নদী বয়ে যাও দেখি শুধু আমি
আমি থাকি কান পেতে দিবস যামী।
বিষম নদীর বুকে জেগে ওঠে পাড় ভাঙ্গা ঢেউ
গভীর রাতের কোলে জেগে জেগে শুণি
পাড় ভাঙ্গা সেই সব ভাঙ্গনের ধ্বণি।
জেগে শুণি একা একা আর বুঝি জেগে নাই কেউ।
ভেঙে পরে দুই পাড় আরো ভাঙে কত শত প্রেমের সে ঘর
ভাঙছে বসত বাড়ি নদীর বুকের 'পরে আরো ওঠে ঝড়।
কেমন যে এই নদী স্বপ্ননৌকো গুলো হাজার হাজার
নৌকোর ছেঁড়া পালে বিবর্ণ বাসনার রঙের বাহার।



৭/১০