হৃদয়ের দুর্নিবার
অবাধ্য ইচ্ছা আমার
আর
সুদীর্ঘকালের লালিত লোলিত স্বপ্নমিছিল।
খুব নিরিবিলিতে একান্ত প্রলম্বিত সুরেলা স্বরে
মোহণীয় দৈবিক  স্বপ্নিল কোন বৈকালিক প্রহরে
গম্ভির প্রাঞ্জল আবৃত্তির ইচ্ছা ছিল আমার
তোমাকেই।
তোমার দুর্বোধ্য মায়াবী জটিল বর্ণমালা
আমাকে ভাসিয়ে নিয়ে যায় বর্নালী সন্ধ্যার নান্দনিক কল্পলোকে
আমাকে তাড়িয়ে নিয়ে যায় ছিন্নমূল মানববৃক্ষের কঙ্কাল শিকড়ে
কান্ড, পত্র আর শাখায় প্রশাখায়।
কেবলই প্রবঞ্চিত করে সে
কেবলি শূণ্যে ভাসিয়ে নিয়ে যায়।
হৃদয়ের অদ্ভূত অপাঠ্য অনুভূতির ঝড়োময়তার তোরে
আমাকে সরিয়ে নিয়ে যায় কালান্তরে।
প্রেমবিরহের অসহ্য সুখের যন্ত্রনায়
অবচেতনের মূমূর্ষকাল যাপন করি কেবল।
তবুও তোমাকে জানা হয় না
তোমাকে বোঝা যায় না কিছুই।
হে আমার কবিতাময়ী,
তোমার অস্বচ্ছ দোদুল্যমানতার দোলায়
জীবন মরনের মধ্যবর্তি  আমি।
তবুও তোমাকে প্রাঞ্জ্যল আবৃত্তির অবোধ্য ইচ্ছায়
এ কোন অকূলে ভেসে যাচ্ছি
আমি।
৪৭/৩৬