অবরুদ্ধ নগর, রাজপথ
অবরুদ্ধ দোকানপাট, বাজার, শপিংমল
অবরুদ্ধ  স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়
অবরুদ্ধ জীবন।
এই নগরির বুকের উপর দিয়ে ছুটে চলা
বুক কাঁপিয়ে দ্রুত ছুটে যাওযা
আন্তজেলা, আন্তবিভাগীয়
লোকাল অথবা সৌখিন বাস নাই।
রিক্সা সাইকেল কদাচিৎ চোখে পরে।
এখানে সুস্পষ্ট  অবরুদ্ধ জীবন।
সবার চোখে, মুখে ভয়ার্তভাব, মৃত্যুর নিশানা।
এ যেন এক মৃত্যুপুরি,
পরপারের ছায়া মিশে আছে চোখে, মুখে
এই নগরির অধিবাসীরা
এমন দৃশ্য দেখেনি কেউ কোনদিন।
প্রতিপক্ষকে কুপোকাত করার
এই  পৃথিবী শত শতবার ধ্বংস করার
বিদ্যার কারো অভাব নাই
অত্যাধুনিক, ভয়ার্ত,  মারনাস্ত্রের ভান্ডার সমৃদ্ধ।
অথচ অদৃশ্য জীবাণু প্রতিরোধ করার
বিদ্যা নেই কারো।
৫৩/১০