মন তুই কবে আর ভাল হবি বল
কবে আর হবি তুই অবোধ শিশুর মতো সহজ,সরল।
কবে আর হবি তুই শরৎ মেঘের মতো শুভ্র মানুষ
শ্বাপদ সংকুল পথে বসে আছো গিড়িখাতে
তবে আর কোন দিনে হবে তোর হুশ।
চাষাভুষো,কামারের,কুলি,মুটে ফকিরের হাতটা ধরে
শিখলি না দর্শন জীবনটা কি ?
জীবনের মোহ,মায়া, হরিণের পিছু ধাওয়া  করতে গিয়ে
জীবন বুঝলি না,করলি মাটি।
নিজের ঘরের কোণা,ভরে আছে খাটি সোনা
তবুও যে রয়ে গেলি অন্যমনা
নকল সোনার খোঁজে মন কেনো মিছে মঁজে,
পরের সোনার লোভে করলি দেনা।
সাদাসিধে মানুষের সাদাবেশ গায়ে দিয়ে তুই
বোকা মন কবে আর  শুদ্ধ হবি।
জীবনের জীর্ণ সে বিবর্ণ কাঠি দিয়ে তুই
কত আর রঙ্গে রঙ্গে আঁকবি ছবি।
দুনিয়ার পথে পথে ঘোরে যারা পরব্রতে
তাদেরকে বুঝলি না বললি পাগল
আসলে পাগল মোর উতলা অবুঝ মন
অকারনে মিছে মিছে করে আনচান
ভক্তি বোঝে না মন সামান্য শক্তির পায়ে পায়ে ঘুরে
নষ্টই করে গেলি অমূল্য প্রাণ।
অবুঝ মনের দায়ে জীবন হলো না আর অমুল্যমান।