একটু একটু করে বেলা গেল বহুদুর সীমানা ছেড়ে
উদয় আঁচল ছেড়ে অস্তাচলের বুকে কখন যে দেয় হামাগুড়ি
কিছুতেই ধরা গেল না।
এপার ওপার জোড়া ফিনফিনে সুতো জোড়া আলগা বাঁধনে আছে বাঁধা
ছাই রঙ্গা  জীবনের এলো মেলা পথ গুলো গন্তব্যবিহীণ রয়ে গেলো
স্বপ্ন সোনালী পথ কিছুতেই করা গেলো না।
জানালার ঐ পারে অবোধ স্বপ্নগুলো পথভোলা জোনাকির মত ফিরে যায়
কিছুতেই বাঁধা হল না।
হৃদয় বীনার তারে মায়াবী সপ্তসুর কিছুতেই সাধা হল না।
স্বপ্নপরীরা সব দুর থেকে ধোকা দিয়ে দুরে সরে গেলো
হাত ধরে নিয়ে গেল না।
এতটুকু স্বপ্ন দিয়ে গেল না।
মায়াবী প্রাসাদটাকে হৃদয়ের কারুকাজে কত আঁকলাম
এখন দেখছি চেয়ে তাজমহলের মত কিছু আর গড়া গেল না
অবুঝ স্বপ্নগুলো অধরা জ্যোতির মতো কিছুতেই  ধরা গেল না।


       ২৮/...