শরবিদ্ধ বিহঙ্গরা আহত আজ
আকাশের কোল ঘেষে উড়ে চলে যায়
বুকের বাঁ পাশে জমাটবাঁধা রুধির প্রকাশ।
জীবনের মায়ায় জীবিকার সন্ধানে
ওরা ছিল শ্যামলা দেশের সবুজ কান্তারে।
এ গাছ থেকে ও গাছে ফুলের মধু,
ফলের কোষ সংগ্রহের জন্যে।
ওরা জানেনি, ওরা দেখেনি
আাড়ালে লুকিয়ে থাকা হৃদয়হীণ শিকারিকে।
সুতীঘ্ন তীরের আঘাতে ওরা ক্ষত বিক্ষত হলো।
ওদের হৃদয় আজ ভঙ্গুর, রক্তাভ
বুকের গভীর থেকে গড়িয়ে পরছে
ফোঁটা ফোঁটা রক্ত।
চোখের চারপাশ অশ্রুপূর্ণ।
আহত বিহঙ্গরা ঘরে ফিরে যাচ্ছে।
স্বপ্নকুটিরে   প্রিয়জনের মায়াবী মুখ
ভেসে উঠছে কেবল।
গোধূলীর ইষৎ লালিমার আভা
তাদের দেহে পরশ বুলিয়ে
সান্তনা দিয়ে যাচ্ছে।
তাদের সব স্বপ্ন লোমশ হাতে কেঁড়ে নিয়ে গেল
ঐ সব শিকারী।
এখন তাদের  স্বপ্নহীণ স্বপ্ন।
পরিবারের কাছে ফিরে যাওয়া
প্রিয়জনের কাছে আহত স্বপ্নের গল্প বলা।
নিস্পাপ প্রিয় সন্তানের কচি মুখের
আধো বুলির মধ্যে মিশে যাওয়া।
অতি আদরে কোলের মধ্যে জড়িয়ে ধরা।
তারা কি পারবে পরিবারের কাছে যেতে
আহত স্বপ্নের কথা বলতে।
৪৭/২৫