একটি অকাল মৃত্যু
ক/২/২
গ্রামের বাড়ি যাবার পথে কাঁচা রাস্তার ধারেই
গামছা কাধে দাড়িয়ে ছিল দবির চাচা আমার
শুনছো নাকি গতকাল যে কালাম ভাইএর ছেলে
রতনটা যে মারা  গেল সুস্থ একেবারেই।


কেমন করে কি যে হল রাতের খাবার  খেয়ে
ঘণ্টা দুয়েক ঘুমিয়ে ছিল শান্ত দেহ মনে
হঠাৎ করে বুকটা চেপে “মা মা” বলে ডাকে
“দাও পানি দাও “ বলেই ছেলে চুপ হয়ে যায় শেষে।


দশ মিনিটের মাথায় সবাই উচ্চস্বরে বলে
রতনটা আজ  চলেই গেল কিসের অভিমানে।
অবাক সবাই কেমন করে কি হল আজ তবে
বাড়িসুদ্ধ কান্নার রোল উঠল  উচ্চ রবে।


অকালে যে মরল রতন তরতাজা এক ছেলে
জীবনে তার ফুটল না ফুল এমনি ঝরে গেলে
ফুলটি হয়ে ঝরেই গেলে হৃদয় হলো ক্ষত
আসলে তুমি শেষে তবু আগেই হলে গত।
২/২। ক