যদি আমি হতাম কোন বিরাট কবি
আঁকিয়ে দিতাম এই ধরণীর নিখুঁত ছবি
কাব্য জুড়ে ছড়িয়ে দিতাম রূপের আলো
সত্য আলোয় উড়িয়ে দিতাম সকল কালো।


শান্তির টীপ পরিয়ে দিতাম বিশ্বভালে
জীবন হতো শান্ত সুখের সকল কালে।
মহামায়ার মহান বাণি দিতাম তুলে
এক পতাকায় আসত সবাই বিভেদ ভূলে।


কর্মজীবির কঠোর হাতের কুঠার হতে
সূখ সাগরের ভেলায় জীবন ভাসত স্রোতে।
জীবন হতো কর্মমূখর উদার, অসীম
সকল জাতীর সকল মানব বন্ধু প্রতীম।


মহান প্রভূর মহান বাণীর মহামায়ায়
আসত ছুটে সকল জীবন শান্ত ছায়ায়।