এখানে আমাকে একলাই ফেলে রেখে
  কোন দূরে তুমি কোথায় যাচ্ছো চলে।
  আরো কত কাল, আরো কত দূর দেশে
  আরো কত সীমা,আরো কত দেশ, আরো কত পথ                 হেটে
  দু'চোখ তোমার ভরাও অশ্রু জলে।
  আমি শুধু বসে, চেয়ে আছি শুধু তোমার যাওয়ার    পথে
  এক,দুই দিন, দুই চার মাস, বছর পেড়িয়ে শেষে
কত শতাব্দী, সহস্র অব্দ, পার হয়ে গেল এই      পথিকের বেশে
এখনও আমি যে ভেসে যাই নাই কোন মহাকাল      স্রোতে।
  তুমি শুধু এসো একবার শুধু এসো
  মহাকাল স্রোতে ভেসে
  আমার শুকনো চৈত্র হৃদয়ে বৈশাখ হয়ে এসো
  এক পশলা জল দিয়ে যেও ঝড় হয়ে তবে এসে।
  তুমি শুধু যাও, যাচ্ছোই চলে, পৃথিবীর সীমা ছেড়ে
  এই গ্রহ ছেরে, আর কোন গ্রহে আর কোন      মহালয়ে
  কাল পারাবার, শুধু এক বার, পার হয়ে তুমি এসো
যেই খানে এসে দু'জনের পথ দুই দিকে গেল চলে
সেইখানে এসে সে দিনের মত একবার ভালবেসো
সেই খানে এসে চোখ পানে চেয়ে একবার শুধু হেসো
আমার চোখের জল দেখে নিতে একবার শুধু এসো।
২৭/...