টাকা চাই, টাকা চাই
আরো আরো টাকা চাই
বাড়ি চাই, বাড়ি চাই
বড় বড় বাড়ি চাই।
গাড়ি চাই, গাড়ি চাই
শহরের সেরাটাই
শহরের লোভণীয়
দশবারো নারী চাই।
আরো চাই তোষামুদে
আট, দশ সেবাদাস
অতিশয় ভক্তিটা
চাই চাই বারো মাস।
ডায়নিং টেবিলেতে
খাবারের কি বাহার!
তিন বেলা খাবারের
রাজকীয় সমাহার।
মালিনির ছোকড়াটা
খাবারের অভাবে
ক্ষীণক্ষীণে শরীরটা
মিসকিনি স্বভাবে।
বিবেকবুদ্ধিহীণ
বুঝলিনা ঠিক, ভূল
ভোগবাদি চিন্তাতে
রয়ে গেলি মশগুল।
ক্ষণে ক্ষণে উড়ে যায়
বয়সের ছক্কা
রয়ে যাবে সকলই যে
যদি পাস অক্কা।


ক।৫৩/৩৪