একটি সবুজাভ বর্নালী চিঠির প্রত্যাশায়
সকাল গড়িয়ে হলো দুপুর।
তারপর নিঃসঙ্গ বিকেলের সীমান্তে
অন্ধকারের মেলা।
নিঃসঙ্গ বিকেল কাটালাম।
দূরবর্তি অলস বিবর্ণ মেঘের দিকে তাকিয়ে থাকলাম একটানা।
চিঠি এলো না।
বুকের মধ্যে একটানা ধুক ধুক শব্দের মহড়া
হাতুরির বিরতিহীণ নিঃশব্দ আওয়াজ।
সমুদ্রপারের রহস্য নগরির উপকণ্ঠে
কোন মেয়ের কোমল হাতের মায়াবী চিঠি।
আবিষ্ট করবে আমায়
বিচলিত করবে আমায়।
হয়তো কোন অলৌকিকতায়
বেদনার্ত পাখির ঠোঁটে
সেই চিঠি।
ভিরু চোখে তাকিয়ে থাকতে থাকতে সন্ধ্যার ছায়া
মাথায় হাত বুলিয়ে দিল।
তারপর কেবল
অলক্ষ্যে দীর্ঘশ্বাস।
৫১/১৭