(১)
হে মহামহীম।
হে চীর মহান, হে রহমান রহীম।
হে মহামহীম।
তোমার হাতে জীবন মরন তুমি দয়াময়
তুমি গরীব দুর্বলেরই কেবলই সহায়
তুমি অশেষ অনাদী আর তুমি যে অসীম
হে মহামহীম।
তুমি বিনে মাবুদ আর নাই বিশ্বনিখিলে
পিতামাতা বন্ধুস্বজন তুমিই তো দিলে
তুমি বিনে ভব নদী কে করিবে পার
কোথায় পাবো তুমি বিনে করুণা অপার
তোমার পায়ে লুটায় সবই তুমি যে করীম
হে মহামহীম।


                       (২)
নূর মোহাম্মদ কান্ডারী মোর আর কি আছে ভয়
আসুক যত দুঃখ বিপদ সব করিব জয়।
নূর মোহাম্মদ নূরে আলম ইনসানে আকবর
নূর মোহাম্মদ খোদায়ী নূর আখেরী পয়গম্বর
পয়গামে খোদায়ী কালাম জীন্দেগী কো ক্ষয়
নূর মোহাম্মদ কান্ডারী মোর আর কি আছে ভয়।


মুর্শিদে মোহাম্মদ আমি বড় গোনাহগার
জীন্দেগী কাহানী শুধু কালো অন্ধকার
নূরমোহাম্মদ নামে আসান হবেরে নিশ্চয়
নূর মোহাম্মদ কান্ডারী মোর আর কি আছে ভয়।
          (গীতি কবিতা)
পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী(স.)উপলক্ষে