তোমার পানে তাকাতে আমার ভয় করে
ভিষন ভয় করে আমার।
যদি চোখের সাথে চোখ লেগে যায়
দৃষ্টির সাথে দৃষ্টি বিনিময় হয়।
যদি  কিছুক্ষণের জন্য দৃষ্টি থেমে যায়
যদি মায়া জন্মে তোমার উপর
হৃদয়ের অস্থিরতা যদি বেড়ে যায়।
যদি ঘুমের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে
কারো মায়াবী বদনখানি।
যদি সেই প্রিয় মুখ আমার ঘুম কেড়ে নিয়ে
পালিয়ে যায় দূরে কোথাও।
তাই অন্যদিকে তাকিয়ে থাকি
অন্যমনস্ক থাকি
নিজের হৃদয় সুরক্ষিত রাখার জন্যে।
তোমাকে না দেখার ভান করি
আমার অনিচ্ছাকৃত ত্রুটিগুলো মার্জনা হোক
মায়াবী নারীর কাছে এইটুকু অনুরোধ।
আমার শেষ অনুরোধ।



৫২/১২