আমি রোদ্দুর হতে গিয়ে নিজেরই উত্তাপে
পুড়ে গেছি কতশতবার
আমি বৈশাখ হতে গিয়ে ডালভাঙ্গা পাতা হয়ে
উড়ে গেছি সাত পারাবার।
আমার আকাশ থেকে
চাঁদমুখি মেয়েটির মায়াবতি মুখ
খুঁজে খুঁজে হয়ে গেছি সারা
আমার সাগর হতে মুক্তো ঝিনিক চেয়ে
নিজের মধ্যে থেকে হয়ে গেছি হারা।
আমি বর্ষার রূপ দেখে নিজের মনের মতো
কাঁদলাম আষাঢ়, শ্রাবনে
আমি শরতের আকাশের মেঘমালা হতে গিয়ে
দেখলাম আমি আছি শ্বেতকাশ বনে।
৫১/১৬