আমি পিতা হতে চাই
আমি সহস্র সন্তানের পিতা হতে চাই
আমি অজস্র সন্তানের পিতা হতে চাই
লক্ষ সন্তানের পিতা হতে চাই
আমি কোটি কোটি সন্তানের পিতা হতে চাই।
হে আমার সন্তানেরা
তোমরা পৃথিবীর পলি মাটিতে চাষ করো।
নন্দিত ফসলের সম্ভারে ভরে তোল গোলা ঘর।
হে আমার সন্তানেরা
শুকনো পুকুরে কোদালের আঘাতে ক্ষতবিক্ষত কর।
পৃথিবীর হৃদয়ের গভির থেকে স্বচ্ছ, সুম্বাদু পানির
ফোয়ারা নিয়ে আসো।।
পৃথিবীর আকাশে বাতাসে ললিত সুখের
বিচিত্র হাসিতে ভরে তোল।
হে আমার সন্তানেরা
তোমরা তোমাদের বুকের
উর্বর জমিনের নন্দিত বাগানে
তোমাদের বুকের জমিনের সবুজে, শ্যামলে মনুষত্বের চাষ করো।
আমি তোমাদের পিতৃত্বের দাবি নিতে চাই না
যদি তোমাদের সত্যিকারের মনুষত্ব না থাকে।
তোমরা আসো আমার কাছে যোগ্যতা উপহার নিয়ে
তোমরা আসো আমার কাছে শান্তি উপহার নিয়ে
মনুষত্ব উপকার নিয়ে।
অথবা আমার কাছে আসো আলোকিত মন নিয়ে।
আমার বুকের বিশাল জমিনে চাষ করো
রক্ত শুষে নিয়ে সুখের খামার গড়ে তোল
আর এই জমিনে চাঁদের আলোয়
সুখের প্রাসাদ গড়ে তোল
সেই প্রাসাদে তোমরা অষ্টপ্রহর
সুখের স্বপ্ন দেখো।
কিন্তু আমার সাথে, আমার রক্তের সাথে
বেইমানি করো না।
তোমাদের প্রতি আমার শেষ অনুরোধ।
৫৩/২