আমার ভাবের শুস্ক, নিরেট জমি
তার মাঝে দেখি ভরপুর আগাছায়
ফসলের শিশু পুষ্টি না পায় তাই করে চিৎকার
জৈবিকতার রসায়নে আজ খাদ্যটা পাওয়া দায়।
চৈত্র মাসের গনগনে তাপে বাক্য না পাই খুঁজে
শব্দ না পাই, স্বরবর্নের মেয়েরা দু' চোখ বুজে।
এ দিকে সে দিকে চৌদিকে শুধু  চাই
কোনখানে গেলে ভাবনা মেয়ের পুষ্টি আমি যে পাই।
ব্যঞ্জন আর স্বরবর্ণের ব্যথিত বর্ণমালা
তাই দিয়ে আমি সাজাতে চেয়েছি কবিতার ফুলডালা।
আমার ক্ষুদ্র লেখণি আজকে তাই দিয়ে অভিষিক্ত
ক্ষুদ্র ভাবনা উপহার দিয়ে আমি হয়ে যাই রিক্ত।


৫২/২৩.