একটি অবোধ আলোকবিহীন থমথমে কালো রাতে
অন্ধকারেই চলিতেছিলাম মাটির পিদীম হাতে।
ভাবিতেছিলাম অন্ধহৃদয়ে আজকে  জ্বালাবো আলো
একটি সত্য ভাবনা রেখায় মন্দেরা হবে ভালো।
একটি আলোর ক্ষুদ্র কণায় অমাবশ্যার রাত
কাটবেই ধীরে আসবে এবার স্বপ্নিল প্রভাত।
মাঝপথে এসে দমকা ঝড়ের  বাতাসের ঝাপটায়
নিভে গেল  সেই আলো কণাটুকু ডুবি অমাবশ্যায়।
আকাশে বাতাসে দানবের হাসী বিদ্রুপ করে চলে
মানবের মনে স্রষ্টার আলো জোসনার মতো জ্বলে।


৫০.১০