আমি তোমাকে নির্মান করে যাচ্ছি।
আমার শিল্পসত্তার কলমের আঁচরে।
অমূর্ত জীবনবোধের অস্পষ্ট আঁকরে।
কল্পনার ইট,পাথর আর রড সিমেন্টের কনক্রিটে।
আজন্ম থেকে আমৃত্যুকাল।
নিরক্ষর ভাস্কর আমি একজন।
বিদ্যা,বুদ্ধির স্বল্পতা প্রকট।
স্পষ্ট পঙ্কিলতার পানা পুকুরের অধিবাসী একজন।
তবুও নন্দনচর্চার স্পর্ধা দেখিয়ে যাচ্ছি।
হয়তো কেউ আমাকে দূর থেকে অনুগ্রহ করে যাচ্ছে।
হয়তো কেউ আমার আনাড়ি উপস্থাপনার দুস্কর্মতায় লালচে আভা ছড়িয়ে যাচ্ছে অক্ষিযুগলে।
তবুও আমি নিস্কর্মার মতো জন্মকাল থেকে
আনকোড়া শিল্পীর মতো….
তোমাকে নির্মান করেই যাচ্ছি।
ক।১৮.১০
১২.৫.১৯