আলো নয়, কালো নয়, নয় স্বস্তি, নয় বেদনা
নয় কায়া, নয় ছায়া, নয় প্রেম, নয় যাতনা।
কাছে নয়, দুরে নয়, নয় শঙ্কা, নয় ভরসা
নয় গ্রীষ্ম, নয় শীত, নয় ঝঞ্ঝা, নয় বরষা।


ছন্দ নয়, বন্ধ নয়, নয় গদ্য, নয় গীতিকা
জন্ম নয়, মৃত্যু নয়, রূদ্রময় জীবন টিকা।
এ যেন অন্য রূপ, অন্য কোন অরূপ প্রকাশ
আলোঅন্ধছায়াকায়াসুখদুঃখ সহজ সকাশ।


৫১.১১