অপেক্ষা
শরীফ আহমাদ।


কোন এক নির্জন প্রান্তরের পথে
একটা পথিক যেন বসে আছে শুধুই একা
কোন দিন সেই এক সরল মেয়ের সাথে
হয় যদি দেখা।
মাথার উপরে তার জটায়ু বৃক্ষ যেন ছাতার মতন
স্নেহের ছায়ায় তারে করছে যতন।
একলাই বসে আছে সঙ্গিবিহীন
তার ও দৃষ্টি শুধু আছে ঐ দূর দূর দিগন্তে বিলীণ।
বসে আছে পথ চেয়ে কার
কেবা ছিল কোন দিন এ জীবনে তার।
কেমন যে রূপ তার, কি ছিল যে তার পরিচয়
কালের চলন্ত স্রোতে ভেসে গেল সব
স্মৃতির মানবী আজ হয়ে এলো ক্ষয়।
তবুও সে বসে থাকে হায়!
দিন, মাস, বছর ফুরায়।
যুগ আসে, শতাব্দী, সহস্র বছর
তবুও সে বসে থাকে বিনিদ্র প্রহর।
একটি মায়াবীমুখ দেখার শোকে
বসে আছে একদৃষ্টি, অভয় চোখে।
এক দিন দেখল সে নাই যেন নিজের ভিতর
তাহার অঙ্গসব হয়ে গেল কঠিন পাথর।
        ৭/৬