এই জীবনে যদি আর দেখা না হয়
একাই পথে বসে থাকবো
যদি আর কোনদিন কোন কথা নাই হয়
একাই কথার মালা গাঁথবো।
দুচোখের দৃষ্টি কোনদিন যদি
বিনিময় আর নাই হয়
এ চোখের দৃষ্টি শূণ্যের পানে
হয় যদি আরো বিনিময়
তোমার বিদায় পথে দৃষ্টিটা
মেলে দিয়ে রাখবো।
এই জীবনে যদি আর দেখা না হয়
একাই পথে বসে থাকবো
যদি আর কোনদিন কোন কথা নাই হয়
একাই কথার মালা গাঁথবো।
ও হাসীর ছোঁয়াতে হৃদয়পদ্ম যদি
আর নাই ফোটে
শ্রাবণে জোসনা রাশি  যদি
ভূল করে আর নাই ছোটে।
হৃদয় সাগরে যদি কোনদিন
ঢেউ নাই ওঠে
অভিমানি দুই চোখে দুই ফোঁটা জল
যদি নাই জোটে
আমার আকাশটুকু শ্রাবণ অশ্রু দিয়ে ঢাকবো।
এই জীবনে যদি আর দেখা না হয়
একাই পথে বসে থাকবো
যদি আর কোনদিন কোন কথা নাই হয়
একাই কথার মালা গাঁথবো।
স।৪/১১
গীতি কবিতা