কতই করছো ফন্দি ফিকির মানুষ মারার জন্য
তোমরা করছো শক্তির পূজো, স্রষ্টা করো না গণ্য
শক্তি বিচারে শ্রেষ্ঠ হতেই অযথা হচ্ছো হণ্য
তোমরা  চাও না সভ্য নগর, মানুষেরে করো পণ্য।


শহর, নগর ধ্বংস করতে বিজ্ঞান চাষ করো
স্বজাতিকে তোঁরা বড় বানাতে খোঁড়া দর্শন ধরো।
মানুষ মারার বিদ্যায় কেন সারাটি জীবন মরো
অনাহারে মরে মানুষ; ও দিকে অস্ত্রে দেশটা ভরো।


ভূল যুদ্ধের ক্রুড় কোপানলে মানবতা কোরবান
কত যুগলের স্বপ্ন মরল, কত পরিবার ম্লাণ।
মারনাস্ত্রের মরনের বিষে ঝরে গেল কত প্রাণ
পঁচা মানুষের নষ্ট কাফনে শকুনেরা নেয় ঘ্রান।
       ১২/  ৫।    রংপুর।।৫.২০ বি।