আমারই তো সব দোষ মেনে নিলাম
তবুও আমি একা শুধু
এইটুকু আজ আমি জেনে নিলাম।
আমারই তো সব দোষ মেনে নিলাম
কোন অপরাধে দোষী হয়েছি জানি না।
নিয়তির লেখা সবই আমি আর মানি না
মায়াবী জোড়া চোখে জল
আর কভূ এনো না বলে গেলাম
আমারই তো সব দোষ মেনে নিলাম।
দুজনের, পথ আর মিলবে না এক সাথে আর কোনদিন
তোমারই পথ আজ হাজার রঙের ফুলে হবে রঙ্গিণ
বিচারের আদালতে তুমি হলে বাদি
বিনা দোষে দোষী হয়ে আমি বিবাদি।
প্রেমের মূল্য দিয়ে অপবাদটুকু
আজ কিনে নিলাম
আমারই তো সব দোষ মেনে নিলাম
তবুও আমি একা শুধু
এইটুকু আজ আমি জেনে নিলাম।
আমারই তো সব দোষ মেনে নিলাম।


৪/৩৩।  গীতিকবিতা।