আমায় তুমিগো মারছো যখন মারছো না কেন আরো
মারো তবে আরো মারো।
মারতে মারতে আমার মনের বিজন বনের ঘরে শ্বাপদচিহ্ন ছাড়ো।
মারতে মারতে ঘৃণ্য সুখের সংসার পঙ্কিলে
পাপদ চিহ্ন কাড়ো।
তবু যদি হয় কণাটুকু দয়া, এতটুকু অনুরাগ
বিন্দুর মতো প্রেম
তাই নিয়ে আমি ধন্য ধন্য  ভৃত্য তোমার আজ
তোমার দ্বারে এলেম।
সবটুকু দয়া, অনুটুকু মায়া তোমার রূদ্র প্রেম,  


মাথায় তুলে নিলেম।
ক।১৮/৭
১১.৫.১৯