অরক্ষিত জীবন
শরীফ আহমাদ।


জীবন কোথায় হচ্ছে সহজ, সরল
বাড়ছে চিন্তা, বাড়ছে শুধুই গড়ল।
কত দর্শন, তত্ববিদ্যা, মহামানবের বাণি
কত নন্দন শিল্পবিদ্যা, কত যে অরূপ ধর্মচিন্তা
সকাল, বিকাল, সন্ধ্যা, রাত্রে হচ্ছে তো জানাজানি।
নির্দোষ কেন মরছে তাহলে এখানে হাজারে হাজার
নিরীহ শিশুরা, অবলা নারীরা করে কেন আহাজার।
কিশোর, যুবক, বৃদ্ধ মরছে যাহারা করেনি যুদ্ধ
তাহারা কেন বা কঙ্কাল হয় গোটা পরিবার সুদ্ধ।
কত দম্পতি প্রেমের ছাঁয়ায় বেঁধেছে এখানে ঘর
কাঙালের বেশে ঘোরে দেশে দেশে ওরা
কোথায় পাবে যে এতটুকু ঠাঁই তারা
বিনা দোষে তারা পরবাসী হলো নিজ দেশ হল পর।
এতো জ্ঞান, এতো কথা ঝুরি ঝুরি কিবা আছে দরকার
মানুষ যদিবা প্রভূ মানুষের বাঁচার টিকিট হাতে যাহাদের
তাহারাই যদি মালিক হয়বা শান্তির পতাকার।
মহামানুষের মহাঅায়োজন দুনিয়া জুড়ে তো চলে
কত মহাজন কত সুরে সুরে শান্তির কথা বলে
জনগন হাসে তোমরা যখন গলাটা মিলাও গলে
ও দিকে আবার সভ্যতানাশী যুদ্ধ মহড়া চলে।
১৫/৮....
'