অনেক দেখেছি এই দু'টি চোখে অনেক শুনেছি কথা
অনেক হেলায় তোমার আমার কেটেছে অসহ বেলা
বন্ধু এবার শুরু হোক তবে ছোট আর বড় অসম যুদ্ধ
সর্বনাশের নতুন খেলা।
তোমাদের কাটে সকাল,দুপুর অথবা সন্ধ্যা রাত্রি বেলা
অনেক সুখ আর সুরম্যতায়
আমাদের ছোট অবুঝ ছেলের অথবা মেয়ের
পরে না গোশত জীর্ণ থালায়।
তোমরা খেয়েছো কোরমা,পোলাও,ফিরনি,কোপ্তা কালিয়া
এবং মুরগী,খাসীর বিরানি
আমার জঠরে পরেছে কহর জ্বলে,পুড়ে খাক তিনটি প্রহর
রচি আমি তাই সব ভূলে ভাই
দীর্ঘশ্বাস কাহিণী।