এমনি সুরেই গাইবে যদি প্রাণ
যেমন সূরে চোখের কোলে গড়িয়ে পরে জল
এমনই ধারায় ভালবাসায় কাড়বে যদি প্রাণ
যেমন ভাল বাসতে গেলেই একটু ছোঁয়া বুঝতে পেলেই
বুকের মাঝে উথলে এঠে সিন্ধু নদের জল।


এমনি করে অবাক চোখে দৃষ্টিবিহীন অপলকে
চোখের বিনিময়।
ঐ সাহারার শ্যামল ভূমি ছরিয়ে পরে উষর ভুমি
ঈশান কোনের বিজণ বাঁশি
ছড়ায় হাসীর ঢল।
হাসবে যদি সামনে এসে এমনি মধূর হাসী
কালবোশেখীর ঝড়ের ধারায় এক নিমেশেই থমকে দ্বাড়ায়
বুকের মাঝে ঝড় বয়ে যায় চোখ হয়ে যায় নদী
এমনি ধারায় অবহেলায় ভালবাসায় যদি।