মাঝে মাঝে অশুভদৃষ্টি পরে
আমার উপর
ঢেকে ফেলতে চায় আপদমস্তক।
কখনও শনির দৃষ্টি পরে
আমার হাতের উপর
আমার কথার উপর,
আমার মাথার উপর।
আমাকে থামিয়ে দিতে চায়,
আমাকে নামিয়ে দিতে চায় নমিতপঙ্কিলে।
কখনও আবার বেহায়া শয়তানের ন্যাংটা চোখের বেখাপ্পা দৃষ্টি পরে।
আমার কথাগুলোকে মিশে ফেলতে চায়
লেখাগুলোকে মুছে ফেলতে চায়
আমাকে ডুবিয়ে রাখতে চায় নিকষ অন্ধকারে
কৌশলে অবরুদ্ধ করতে চায়
আমাকে অন্ধ রাখতে চায়
আমাকে বন্ধ রাখতে  চায়
লোহিতকণা অঙ্কিত দালানের বন্ধকারে।
ন্যঞর্থক চিন্তার ঝড়োতায় আতুরের পিদিমগুলোকে
নিভিয়ে দিতে চায়
অশুভ আকাঙ্খায়।
৪৭/১৬