যারে লয়ে সখা বাধিব সাধের ঘর
তাহার লাগিয়া আজিকে যে যাযাবর।
কথা দিল যেবা লইবে আপন করে
তাহার জন্যে আঁখিজল শুধু ঝরে।


যাহার হাতের পরশে হয়েছি ধন্য
তাহারই জন্য আজিকে সকলই শূণ্য।
ভোরের আলোয় দেখেছি যাহার মূখ
তাহারই জন্যে মরুময় হলো বুক।


প্রেরণা দিল যে জাগাইল বড় সাধ
আজিকে দেখছি সকলই যে বালিবাঁধ।
বড় সাধনায় দিল যে সোহাগ মালা
ছিন্নমালায় দ্বিগুণ বাড়িল জ্বালা।


কথা দিল সে যে মালা পরাইবে গলে
না পাওয়ার ব্যথা শূণ্য হৃদয় তলে।
অন্তর তলে যে আগুণ দিবা নিশ
বালির বাধের ব্যর্থ বিরহ বিষে
বেড়ে গেল আজি দ্বিগুণ বহ্নি শীষ।