নেতা মঞ্চে উঠলেন
আগুণঝরা বক্তৃতা দিলেন।
শ্রোতারা নেতার বক্তৃতায় মুগ্ধ হয়ে
বাহাবা দিতে লাগল।
নেতা খুশিতে আটখানা।
নেতা গরীব মানুষের দুঃখমোচনের কথা বললেন।
দুখি মানুষের কষ্টমোচনের কথা বললেন।
বক্তৃতার একপর্যায়ে
চোখ দিয়ে পানি বের হওয়ার উপক্রম।
পিছন ধেকে এক বয়ম্ক রিক্সাওয়ালা
মনোযোগ দিয়ে শুনছিল।
সে ভাবল নেতা নিশ্চয় খুব দয়ালু,   দানশীল।
নেতার জন্য মনে মনে দোয়া করলেন।
অনুষ্ঠান শেষে বয়স্ক রিক্সাওয়ালা
ভিড় ঠেলে কষ্ট করে নেতার কাছে গেলেন
নেতাকে কষ্টের কথা বলতে চাইলেন।
নেতার উপনেতারা কিছুই বলতে দিলেন না
নেতা চোখ বড় করে  রিক্সাওয়ালার দিকে তাঁকালেন।
রিক্সাওয়ালা ভাবলেন ইনিই কি সেই নেতা
যিনি মঞ্চে গরিবের জন্য কাঁদছিলেন?


৪৯/৩১