বন্ধ জীবন
শরীফ আহমাদ।


মাত্র দুইটা চোখ দিলে বিধি আমায়
দিলে কেন তবে বিশ্ব দেখার শখ?
এই সামান্য চোখ দিয়ে আমি কতটুকু আর দেখি
কত নন্দন সৃষ্টি তোমার! অগোচরে হায় একি!
কি হবে এখন মাত্র দুইটা চোখ!
মাত্র দুইটা হাত দিলে বিধি মাত্র দুইটা হাত
এতটুকু হাতে  কি কাজ  করি এখন
পাহাড় সমান কাজটা দিয়েছো ঠিকই
কাজ হয় না যে শুধুই ঘোর দেখি
দিলে কেন তবে মাত্র দুইটা হাত
এই সামান্য হাত দিয়ে আর কতটুকু কাজ করি
দিনগুলো শুধু বৃথায় হচ্ছে রাত।
আমি যাবো ছেড়ে গিড়ি, মরু, মালভূমি
আমি চলে যাব এ দিকে সে দিকে ঐ দূর দূর দেশে
আমি যে বেড়াবো ফকির, গরিব, শুধু বিবাগীর বেশে।
মাত্র দুইটা পাও দিলে বিধি মাত্র দুইটা পাও
এই সামান্য পাও দিয়ে আমি কত দুরে আর যাই!
আমার সীমানা ছেড়ে যেতে আমি চাই
এমন মন্ত্র এমন সাধন কোন খানে গিয়ে পাই?
দু'চার ইঞ্চি মাথাতো একটা দিলে
চিন্তা যে দিলে অগণিত পরিমান
যতই ভাবছি মাথায় লাগছে জট
যতটুকু ভাবি ভাবনা যে উদ্ভট
এখনই যা ভাবি আগামিকাল যে সবকিছু হয় ম্লাণ।
ঝাপসা দু'চোখে দেখছি কেবল শূণ্য এই জীবন
পূণ্য পাই না ব্যর্থ হচ্ছে সব
নিজের জীবন মুক্ত করতে প্রাণ পণে চুল টানি
কিছুই হয়না কিছুই হয় না আর
জীবনের মাঝে জীবন বন্দি আমার
মন্দ, বন্ধ জীবনে আমার মুক্তি কে দিবে আনি?