সাদা মেঘের পালটি তুলে দিয়ে
মেঘের মেয়ে কোথায় চলো কোন অজানার দেশে।
দয়া করে নিও আমায় সঙ্গি তোমার করে
যাব আমি মাঠ পেরিয়ে সবুজ তেপান্তরে।


আমি অধম একলা ঘরের কোনে
পরে থাকি কারন অকারনে
মন ছুটে যায় সিন্ধু পারাবারে
যাব আমি উজান দেশে মেঘের লাগাম ধরে।


থাকত যদি ডানা আমার সাথে
পারি দিতাম দিবস কিংবা রাতে
মরু,সাগর,পাহাড়,নদী,বন,বনান্তরে
ছুটিয়ে যেতাম দেশ,মহাদেশ,দ্বিপ,দিপান্তরে।