আজকে যারা বিচারকের অতিবড় আসনে আসীন।
যাদের একটুখানি  কলমের আঁচরে
সমাজের যত চোর, যত গুন্ডা, যত বদমাশ, যত ধর্ষক, আর যত সন্ত্রাসী, খুনি
জেলখানায় পাঠিয়ে দিচ্ছেন
অথবা কাউকে ফাঁসীতে ঝুলিয়ে মারছেন।
আপনাকে অশেষ ধন্যবাদ মশাই।
আপনার মহত্বের আর বড়ত্বের শেষ নাই।
কিন্তু বিচারপতি মহোদয়
আপনার খামখেয়ালী আর স্বেচ্ছাচারিতায় অপরাধীরা পার পেয়ে যায় যদি
অথবা তারাই যদি সমাজের হর্তাকর্তা হয়ে যায়
আর নিরপরাধ লোকেরা জেলজুলুমের হয়ে যায় শিকার
তবে শুনে রাখুন বিচারপতি মহোদয়
একদিন আপনাকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে
একদিন আপনাকেও নতজানু হয়ে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে।
সেই বিশ্ববিচারকের এজলাশ থেকে কোথাও পালিয়ে যেতে পারবেন না।
কড়ায়গন্ডায় আপনার কর্মকান্ডের হিসাব বুঝিয়ে দিতে হবে।
সেদিন হয়তো ভয়ে আতঙ্কে আপনার বুকধড়ফড় করতে থাকবে
সেদিন হয়তো নিশ্চিত ভয়াবহ শাস্তির দৃশ্য আপনার চোখের সামনে ভাসতে থাকবে।
দুশ্চিন্তায় সাড়া শরীর দিয়ে ঘামের স্রোত বইতে থাকবে।
সেই দিন,
তার এজলাশের কাঠগড়ায় দাঁড়িয়ে
কি জবাব দেবেন বিচারপতি মহোদয়।
তাঁর দিকে এক পলক তাকানোর সাহস হবে কি আপনার?
সে দিন
কোথাও পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবেন না মহাশয়।
১৮/২৫