ভূবনে ভূবনে এতো যে হাসীর ঢল
এতো যে বিষাদ এতো যে চোখের জল
এতো যে আঁধার এতো যে আলোর হাসী
এতো যে শঠতা তবু তোরে ভালবাসি।


নয়ন অবাক দেখিয়া সুখের ঢল
জীবন সাঙ্গ ফেলিয়া চোখের জল
যে কুলে দেখেছি জীবনের জয়গান
সে কুলে আবার মরনের কলতান।


যে কুলে দেখেছি মায়া, প্রেম অভিনয়
সে কুলে আবার স্বপনের সংশয়।
এতো যে সোহাগ ছলনার বালি বাধ
পৃথিবী তোমায় বিদায়ী জিন্দাবাদ।
           (যুগল চোখ)