নিঃসঙ্গ বিকেলের সীমান্তের শেষে
একলা প্রহর।
শান্তি নীড়ের পানে ফিরে যাওয়া পাখিদের পথে
করোটির স্নায়ুসব বিস্মৃতির রথে।
একটানা অকারন চেয়ে  থাকা শুধু।
চারিপাশ দেখিতেছি অন্ধকার ধুধু।
বকের ডানার ছায়া মিশে গেছে বিকেলের নিঃশব্দ ছায়ায়।
সন্ধারানি ডাকিতেছে পরম মায়ায়।
কেউ যেন কোন খানে নেই
উদাসী প্রাচীণ কবি হারিয়েছে খেই।
রাখালের গোচরনে  শিল্পের আশিষ
ফসলের মাঝখানে বিষ্ময়ে উকি দেয় শুধু
আঁধাপাকা শিশু ধানশীষ।
৫১/১৯.