বুকের ভিতরের সেইসব কষ্টগুলো
এখনো বেঁচে আছে।
বিশ্বস্ত বন্ধুর মতো কাছা কাছি থাকে
চিনচিনে কষ্ট। দগদগে ঘাঁ এর মতো কষ্ট।
কখনো হয়তো সে ঘুমিয়ে পরে।
তখন আমার রাজ্যে সুখের বাতাস বয়ে যায়।
জেগে উঠলেই মরুভূমির লু হাওয়া।
শৈশবের কষ্ট, কৈশোরের কষ্ট,
যৌবনের কষ্ট আর মধ্য বয়সের কষ্ট।
সুখের আবরনে জড়িয়ে রাখি নিজেকে।
লোকে বলে,  আহা সুখি মানুষ বটে!
কিন্ত সে জেগে উঠলেই আমার দীর্ঘশ্বাস।
এভাবে পার করলাম কতশত বছর
বুকের কষ্ঠগুলো প্রিয় সঙ্গীর মতো কাছে রাখি
যতক্ষণ জেগে থাকি ততক্ষণ সে আমার বিশ্বস্ত বন্ধু
৫১/৫