(১)
ব্ন্ধু তুমি আজ আছো কোথায়, জানি না জানি না
তোমার আশায় বসে আছি, জানো কি না জানা কি না।
কোন পথে ভূল করে চলে গেছো বহু দুরে জানো কি
হৃদয়ের পটে লেখা সেই নাম অক্ষয় মানো কি
এই নাম মনে করে দুই ফোঁটা জল চোখে আনো কি না।
আজকে যা মনে পরে সবই বুঝি স্মৃতিময়
অভিমানে, অনুরাগে, বেদনায় আজ সব গীতিময়।
আর কত অভিমানে দু'চোখের জল হবে সাগর সমান
কোন ভূলে এই ব্যথা এ জীবনে হবে কি তাহার প্রমান
শুকতারা হয়ে আছো হৃদয়ের আকাশে মানো কি না।
বন্ধু তুমি আজ আছো কোথায় জানি না, জানি না


                         (২)
ওরে নদী, নদী আমার এ কূল ভাঙ্গো গড়ো
বুকের ভেতর অকারনে উথাল পাথাল করো।
ওরে নদী কেন করো মাঝির সাথে ছলনা
শুকনো বুকে কেন তোল জোয়ার ভাটা বলো না
জোয়ার ভাটায় দু'কুল ভেঙ্গে নিজেই তুমি বড়
ওরে নদী, নদী আমার।
বালুচরে যে জন আশায় মায়ায় বাঁধে বাড়ি
সে গরীবের সাথে তোমার কেন এ্তো আঁড়ি
সে গরীবের ঘরটা ভেঙ্গে বুকটা পাথর করো।
ওরে নদী, নদী আমার।
অসময়ে বুকের ভেতর কেন আনো কালো মেঘ
কেন বাড়াও বুকের ভেতর অশান্ত এই ঝড়ের বেগ
ঝড়ের কোপে বুকের চরে বিরান ভূমি করো।
ওরে নদী, নদী আমার।
                       (৩)
চোর ঢুকিল মনের ঘরে এখন কি উপায়
চোরের জ্বালায় বসত করা
এখন বড় দায় রে এখন বড় দায়।
চোরের সাথে লেনা দেনা সারা জিবনভর
চোরের সাথে বসত করি প্রেমেতে বিভোর
চাবি নিয়ে সুযোগ পেলে
আবার সে পালায় রে আবার সে পালায়।
চোরের লেনা দেনা হয়রে দোকানদারি
আমার ভিটায় ফসল ফলাই
চোরায় নেয়রে কাড়ি রে চোরায় নেয় রে কাড়ি।
চোরের সাথে খাতির বড় গলায় গলায় ভাব
দেখে শুণে মনে মনে হয় রে সাধু পীর স্বভাব
সিন্ধুক ভেঙ্গে সোনা দানা
কেড়ে নিয়ে যায়রে কেড়ে নিয়ে যায়।
চোর ঢুকিল মনের ঘরে.... দায়।


           (সঙ্গিতে রূপায়িত)
                     শরীফ আহমাদ।