(বিশেষ উদ্দেশ্যে আঞ্চলিক ভাষায় লেখা।
যদিও লেখক এই কাজে পারদর্শী নন মোটেই)


এই বোশেক মাসের খরাত
হামার মনডা ক্যা পুড়ে যাচ্চে।
চতরি মাসের তাপোত আর দাহোত
আবাদগুলা য্যামনে পুড়ে যায়।
এটি দেকতেচি মাটের আবাদও পোড়ে, মাটিও পোড়ে।
ম্যালাদিন বিষ্টি না থাকাত
হামার জমিনডা খালি খাঁ খাঁ করতেচে।
বুড়ো মাইনষের চামড়া বয়সের টানোত য্যামনে ফাটে
তেমনে এই পাতারের জমিনগুলো ফাটে যাচ্চে।
সকালোত,দুপুরোত আর সারাডাদিন
খালি গরম বাতাস
হামার আবাদগুলা এ্যালা খেড়ের নাগান হয়্যা যাচ্চে।
কোনটে আচো বাহে কালা ম্যাগ ধলা ম্যাগ
দুরোত থেকে এ্যানা কাছোত আসো
মাতার উপরোত আসো।
হামার আবাদগুলার উপরোত এ্যানা শ্বাস ফেলো
পানির ঝাপটা দ্যাও।
ঠান্ডা পানির ছোঁয়া পায়য়া
হামার জানডা এ্যালা ভরে উটুক।
হামার ঘাস, আবাদ আর হামার চাষাগুলা
সগলে মগলে হাসে উটুক
একসাতে।


৪৭/১০