বসুমতি মা আমার বসুমতি মা
চীরদিনই কাছে তোমার কেন রাখো না।
তোমার বুকে সযতনে আমায় বাঁধো না।
জন্ম থেকে তোমার আকাশ মুগ্ধ আমায় করে
তোমার মেঘের ভেলার সারি স্নিগ্ধ আমায় করে
তোমার বাগে হাজারো ফুল  চীরদিনই হাসে না।
বসুমতি মা আমার বসুমতি মা
চীরদিনই কাছে তোমার কেন রাখো না
তোমার বুকে সযতনে আমায় বাঁধো না।
এই জনমে পেলাম কি যে, নাকি পেলাম না
চীরশিশু হয়ে তোমার কোলে  এলাম না।
ধূলো খেলায় জীবন গেলো হিসাব মিলে না।
বসুমতি মা আমার বসুমতি মা
চীরদিনই কাছে তোমার কেন রাখো না
তোমার বুকে সযতনে আমায় বাঁধো না।


৷ ১/২৬।  গীতি কবিতা।