তুমি দেখা দাও নি
সেই কতশত বছর আগে
আমার জোড়া চোখ তোমাকে পেয়েছিল।
তারপর আমার রাজ্যছেড়ে তুমি চলে গেলে।
তুমি নাই তাই বৃষ্টি হয় না
যেন কতশত যুগ পার হয়ে গেছে
মেঘেরা সব অভিমানি মন নিয়ে
চলে গেছে ভিন্ন জগতে।
ফসলের শিশুরা সব অপুষ্টির শিকার
শুকিয়ে যাওয়া তৃণ যেমন শুস্ক।
কবে কোন মাহেন্দ্রক্ষণে তুমি আসবে।
মেঘেরা সব দলে দলে ফিরে আসবে আবার
আকাঙ্খায় ভেজানো শীতল জলীয় জল নিয়ে
তুমি আসবে ফিরে।
তারপর আমার রাজ্যের ফসলি মাঠ,
শুস্ক আবাদ,তৃণ, সব কিছু ভিজবে আবার
পানির ছোঁয়ায় দগ্ধ হয়ে যাওয়া
সমস্ত অনুপরমানুর অন্তর ভিজে যাবে।
আমি প্রতিক্ষায় থাকি
কবে হবে সেই বৃষ্টি।
৫২/৪০