যদি আমি এই শ্যামল কান্তারে
একাকি এই নির্জনতার গহ্বরে
জীবনকে পাঠ করি
প্রকৃতি আর জীবনের নিবিড় বন্ধনের সূত্র খুঁজে নেয়ার চেষ্টা করি
বেঁচে থাকার অলৌকিতার গুপ্ত আলোকলতার অস্তিত্ব আবিস্কারের চেষ্টা করি
তবে কার কি আসে যায়?
না হয় আমার আজকের বন্ধু হলো বুনোজামগাছের ঐ দুষ্ট কাঁঠবিড়ালীটা
না আমার আজকের সাথি হলো
হলুদপাখনার উপর চোখের ছাঁপওয়ালা
হলুদ প্রজাপতিরা
না হয় আজকের ভক্ত হলো বুনো বান্দরগুলো
তবে আমার ক্ষতি কোথায়।
বরং এই নিরিবিলি সংকুল কাঁচা পথটার ধারে
অর্জুনের বন্ধু শালগাছটার তলদেশে বসে বসে
হারিয়ে যাওয়া নিজেকে খুঁজে বের করার বিদ্যাটা শিখে নিতে পারি।
সৃষ্টির গুপ্ত সৌন্দর্য্য দেখে নিতে পারি
নিজের মতো করে।
না হয় আমি ক্ষুদ্র কিছু
এতে আমার ক্ষতি নেই কোন
তবে আমার নিন্দুকের মাথা ব্যথার কারন হয়ে থাকলে ক্ষমা প্রার্থি।
স্বজনদের বা পরিবারের কারো কষ্ঠের কারন হয়ে থাকলে দুঃখিত।
তাহলে আর কি
আজকের বৈকালিক প্রহরটা না হয় এখানেই কাটিয়ে দেই
সীমিত আমি'কে ছড়িয়ে দেই অসীমতায়,
নিঃসঙ্গতায়, নৈঃশব্দে।
৪৮/২১