(গীতি কবিতা)
আয় চাঁদ আয় নেমে ঘুম দিয়ে যা
খোকার দু'চোখে এসে ঘুম দিয়ে যা-২
আয় নেমে এই ঘরে সন্ধ্যাতারা
ফুলপরি আয় নেমে চুম দিয়ে যা


মধুর মধুর যত স্বপ্ন আছে
স্বপ্নপুরির যত মায়া আছে
খোকার  মুখেতে এসে ঢেলে দিয়ে যা-২
আয় চাঁদ আয় নেমে ঘুম দিয়ে যা
খোকার কপালে এসে ঘুম দিয়ে যা-২


আয় ফুল প্রজাপতি আয় এখানে
আয় পাখি গান নিয়ে মধুর তানে
চোখের পাতায় এসে ঘুম দিয়ে যা
আয় চাঁদ আয় নেমে ঘুম দিয়ে যা
খোকার কপালে এসে ঘুম দিয়ে যা-২


আয় নেমে এইখানে সন্ধ্যাতারা
ফুলপরি আয় নেমে চুম দিয়ে যা।
আয় চাঁদ আয় নেমে ঘুম দিয়ে যা
খুকুর দু'চোখে এসে ঘুম দিয়ে যা।


             (গীতি কবিতা)


স।২/১৪